বলিউডের তৃতীয় অভিনেতা হিসেবে সামাজিক যোগাযোগের ক্ষুদ্র মাধ্যম টুইটারে এক কোটি অনুসারীর সংখ্যা অতিক্রম করেছেন সালমান খান। এর আগে কেবল অমিতাভ বচ্চন ও শাহরুখ খানই টুইটারে এ সংখ্যা অতিক্রম করতে সক্ষম হয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
সালমান যে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন তা নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই। 'দাবাং', 'কিক' ও 'বডিগার্ড' খ্যাত এই অভিনেতা সামাজিক যোগাযোগের মাধ্যম টু্ইটারে বেশ সক্রিয়। টুইটারের মাধ্যমেই ভক্তদের সঙ্গে সবসময় যুক্ত থাকেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন ও নতুন মুভি বিষয়ে অাপডেট জানান ভক্তদেরকে।
সালমান খান বর্তমানে রাজস্থানে কবির খানের 'বাজরঙ্গি ভাইজান''র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর।
এদিকে, প্রথম বলিউড অভিনেতা হিসেবে টু্ইটারে এক কোটির মার্ক অতিক্রম করেছেন অমিতাভ বচ্চন। টুইটারে বর্তমানে অমিতাভের সমর্থকের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখের বেশি। আর টুইটারে এক কোটির ক্লাবে যুক্ত হওয়া দ্বিতীয় বলিউড অভিনেতা হলেন শাহরুখ খান।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০১৫/শরীফ