স্তন ক্যান্সারে ভোগছেন টলিউডের হট সেনসেশন অভিনেত্রী পাওলি দাম! তবে ভক্তদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূলত জয়শ্রী ভট্টাচার্যের ‘টেক কেয়ার’ একটি মুভিতে স্তন ক্যানসারে আক্রান্ত এক মডেলের ভূমিকায় দেখা যাবে এই বাঙালি অভিনেত্রীকে। মুভিটিতে নাকি ফের নতুনরুপে দেখা যাবে ‘হেট স্টোরি’ খ্যাত পাওলিকে।
চরিত্র সম্পর্কে পাওলি বলেন, 'চিত্রনাট্য পড়েই অভিনয় করতে রাজি হয়ে গেলাম। আমার মনে হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমি একজন মডেল। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও কীভাবে সে মানসিক, শারীরিক চ্যালেঞ্জগুলো নেয় তাই মুভিটিতে দেখানো হয়েছে।
মুভিটির গল্প অনেকটা এরকম। পাওলি উত্তরবঙ্গের মেয়ে তিস্তা। মিডিয়াকর্মীর পাশাপাশি মডেলিং করে সে। মাত্র ২৭ বছরে স্তন ক্যানসারে আক্রান্ত হয় সে। তার মনে পড়ে, একই অসুখে আক্রান্ত হয়ে চলে গেছে তার মা। তাহলে কী হবে তিস্তার? ছটফটে জীবনটা কি নিমেষে ফুরিয়ে যাবে?
অসুখের অক্টোপাস দেহে-মনে নানাদিক থেকে জড়িয়ে ধরতে থাকে তিস্তাকে। নুয়ে পড়তে পড়তেও জীবনে একবার ঠিক মাথা তুলে দাঁড়ায়। তাকায় সামনের দিকে। আর তখনই চোখে পড়ে অপ্রত্যাশিত আশার আলো। তিস্তার ডাক্তারবাবু ড. পিল্লাই তাকে সাহস দিয়ে বারবার বলেন ‘টেক কেয়ার’৷ এভাবেই এগিয়ে যায় মুভিটির গল্প।
'টেক কেয়ার'এ চিকিৎসক পিল্লাইয়ের ভূমিকায় অভিনয় করছেন রাজেশ শর্মা। এছাড়া তথ্যচিত্র পরিচালক অনির ভূমিকায় দেখা যাবে পল্লবী চট্টোপাধ্যায়কে। পাওলির বয়ফ্রেন্ড রণিতের ভূমিকায় থাকবেন সাহেব চট্টোপাধ্যায়। এতে আরো দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী দেবরাজ রায় ও মাধবী মুখোপাধ্যায়কে।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০১৫/শরীফ