বাংলাদেশে এখন বেশ ঘটা করেই পালন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস। সাধারণ মানুষ থেকে তারকা- সবাই ভালোবাসা দিবসের সঙ্গে জড়িয়ে আছেন। একইভাবে তৌকীর-বিপাশা দম্পতিও। এরই মাঝে তারা ভালোবাসা দিবসের পরিকল্পনা করে ফেলেছেন।
গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাবাড়ি বাজার এলাকা। এখানে আছে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতির গড়ে তোলা নক্ষত্রবাড়ি রিসোর্ট। এবারের ভালোবাসা দিবসটা তারা সেখানেই উদযাপনের পরিকল্পনা করেছেন।
তৌকীর ও বিপাশা ভালোবেসেই বিয়ে করেন। তাই ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নক্ষত্রবাড়িতে আসা যুগলদের মাঝে দিনটি কাটাতে চান তারা। আড্ডা দেওয়ার পাশাপাশি তৌকীর-বিপাশা আয়োজন করছেন গানের অনুষ্ঠান, রোমান্টিক ছবি দেখার ব্যবস্থা এবং মোমবাতির আবহে নৈশভোজ। দর্শনার্থীদের পরে আসতে হবে লাল ও সাদা রঙের পোশাক।
ভালোবাসা দিবসকে সামনে রেখে নক্ষত্রবাড়ি রিসোর্টকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। ভালোবাসার মানুষকে নিয়ে স্মৃতিময় দিন কাটবে সবার। এখানে দম্পতিদের জন্য রাখা হয়েছে হানিমুন কটেজ।