ভালোবাসা দিবসে প্রকাশ হচ্ছে ফাহমিদা নবী এবং রূপঙ্করের দ্বৈত অ্যালবাম। 'নীল ঝিনুকের খামে' শিরোনামের অ্যালবামটি গীতিকার জুলফিকার রাসেলের কথা রেকর্ড হচ্ছে। রূপঙ্করের গানগুলো এরই মাঝে রেকর্ডিং শেষ হয়েছে। ভারতেই রেকর্ডিং হয়েছে গানগুলো। আর বর্তমানে ফাহমিদা নবীর রেকর্ডিং চলছে। অ্যালবাম প্রসঙ্গে জুলফিকার রাসেল বলেন, 'আমার পরস্পর-১ অ্যালবামে ফাহমিদা নবী এবং রূপঙ্করের একটি ডুয়েট গান ছিল। সেখান থেকেই মূলত এই দুই শিল্পীকে নিয়ে অ্যালবাম করার চিন্তাটা মাথায় এসেছিল। তাছাড়া ফাহমিদা নবী এবং বাপ্পা মজুমদারকে নিয়ে একমুঠো গান সবার প্রশংসা কুড়িয়েছে। তাই অনুপ্রাণিত ছিলাম। তবে এটাই যে আমার ২৫তম অ্যালবাম হবে, তা আগে থেকে ঠিক করা ছিল না। রূপঙ্কর আমার পারিবারিক বন্ধু। বাংলাদেশ সফরের সময় আমার বাসায় আড্ডা দিতে দিতেই আমার এগিয়ে দেওয়া লিরিকে খুব অল্প সময়ে সুর সংযোজন করেন। তখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করি।'
'নীল ঝিনুকের খাম' অ্যালবামে থাকছে ১৩টি গান। এর মধ্যে ফাহমিদা নবীর কণ্ঠে চারটি ও রূপঙ্করের কণ্ঠে ছয়টি গান রয়েছে। বাকিগুলো ডুয়েট। লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হবে অ্যালবামটি। অ্যালবামটি ভালোবাসা দিবসে অন্যমাত্রা যোগ করবে বলে আশা করছি।