মল্লিকা শেরওয়াত নিজের আপকামিং ছবি 'ডার্টি পলিটিক্স'র প্রচারে ব্যস্ত। আর এ ছবির প্রচারে গিয়ে তিনি তার অভিনীত চরিত্রটিকে বানেশ্বরী দেবীর সঙ্গে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর তুলনা করেছেন। বলিউডের মোস্ট 'সেনসেশন গার্ল' মল্লিকা। এখন তার আপকামিং ছবি 'ডার্টি পলিটিক্স'র প্রচারে শহরে ঘুরছেন। তার মতে, 'মায়াবতী কোনো ধোয়া তুলসি পাতা নন'। সেই সঙ্গে পরিচালক কে সি বোকাডিয়ার আপকামিং ছবি 'ডার্টি পলিটিক্স' বর্তমান নোংরা রাজনীতিতে এক বিপ্লব আনবে, এমনটাই দাবি করলেন এই ছবির অন্যতম চরিত্র মল্লিকা শেরাবাত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটিতে মল্লিকা সরকারি সেবিকা বানেশ্বরী দেবীর চরিত্রে অভিনয় করেছেন। ২০১১ সালে নোংরা রাজনীতির কারণে যাকে খুন হতে হয়েছিল। একজন মেয়ে হিসেবে মল্লিকার বক্তব্য, 'আমাদের দেশে অনেক ভণ্ড আছেন। যাদের কাছে একজন ছেলে আনন্দ পেতে মেয়েদের শরীর ব্যবহার করতে পারে কিন্তু একটি মেয়ে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য শরীর ব্যবহার করলেই যত দোষ।'
তবে তিনি জানিয়েছেন, 'লক্ষ্যে পৌঁছতে মেয়েদের শরীর ব্যবহার করাটাকে তিনিও সাপোর্ট করেন না।'