এ সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে জায়েদ খান অন্যতম। একনাগারে শুটিং- ডাবিং আর ছবি মুক্তি নিয়ে অন্য নায়কদের তুলনায় বেশ এগিয়ে আছেন তিনি। বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'প্রেম করবো তোমার সাথে' এর নায়ক ছিলেন তিনি। ছবিটি ব্যবসা সফল হয়। গত বছরেও একাধিক ছবির নায়ক ছিলেন জায়েদ খান। আর সমপ্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো এই ব্যস্ত নায়ক অভিনীত ছবি 'ভালোবাসা সীমাহীন'। সেন্সর বোর্ডের সদস্যরা এই ছবিতে জায়েদের অভিনয়ের ভূঁয়শী প্রশংসা করেন। ছবিতে দেখা যাবে ডানপিটে ছেলে জায়েদ পড়ালেখা করেনা কিন্তু মানুষের উপকার করে বেড়ায়। একসময় ষড়যন্ত্রের শিকার হয়ে তার জীবনে নেমে আসে চরম অস্থিরতা। নানা দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলে ছবির গল্প। জায়েদ খান বলেন, গল্প বেছে ছবি করি, তাই মান সম্মত ছবি হওয়ায় দর্শক আমার ছবি দেখতে যায়। আমার ছবির প্রতি তাদের আস্থা তৈরি হয়েছে। আর এখানেই একজন অভিনেতা হিসেবে আমি সার্থক। দর্শক আমার ছবি গ্রহন করেছে বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দর্শকদের কথা দিচ্ছি আগামীতে তাদের আরও উন্নত কাজ উপহার দেব।