আজ দেশের প্রতিথযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক, নাট্যকার, অভিনেতা, নাট্য নির্দেশক ও কলামিস্ট মমতাজউদদীন আহমদের ৮০তম জন্মজয়ন্তী। দিনটিকে উদযাপনের উদ্যোগ নিয়েছেন তারই ছাত্র শিক্ষক-অভিনেতা জিয়াউল হাসান কিসলু। তার উদ্যোগে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অধ্যাপক মমতাজউদদীন আহমদকে সম্মান জানিয়ে বক্তব্য রাখবেন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, রণজিৎ কুমার বিশ্বাস, আতাউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, ফেরদৌসী মজুমদার, বিশ্বজিৎ ঘোষ, আলী যাকের, শামসুজ্জামান খান, কেরামত মাওলা, গোলাম কুদ্দুস, লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। জন্মজয়ন্তী সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রামেন্দু মজুমদারকে আহ্বায়ক ও আকতারুজ্জামানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট 'মমতাজউদদীন আহমদ জন্মজয়ন্তী' উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
নিজের জন্মদিন নিয়ে আয়োজন প্রসঙ্গে মমতাজউদদীন আহমদ বলেন, 'আমার স্নেহধন্য প্রিয় ছাত্র জিয়াউল হাসান কিসলুই মূলত উদ্যোক্তা। তার প্রবল আগ্রহের কারণেই জীবনের এ পর্যায়ে এসেও এত চমৎকার এক আয়োজনের মুখোমুখি হচ্ছি। বেশ ভালো লাগছে। তবে পেছনে থেকে আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, আকতারুজ্জামানসহ সবাই বেশ সহযোগিতা করছেন। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি।' মমতাজউদদীন আহমদের জন্ম ১৯৩৫ সালে পশ্চিম বাংলার মালদহে।