বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান নয়; বরং সিদ্ধার্থ মালহোত্রার প্রেমে পড়েছেন আলিয়া ভাট। সম্প্রতি সিদ্ধার্থের ৩০তম জন্মদিনে তার সাথে কাটিয়েছেন আলিয়া। খবর ইন্ডিয়া টুডে'র
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুভির পর গুজব ওঠেছিল যে বরুণের প্রেমে পড়েছেন আলিয়া। এরপর ‘২ স্টেটস’ মুভির পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। এখন শোনা যাচ্ছে, সিদ্ধার্থের প্রেমে নাকি পড়েছেন আলিয়া। এ কারণেই ১৬ জানুয়ারি সিদ্ধার্থের ৩০তম জন্মদিনে গোয়ায় কাটিয়েছেন এই তারকা।
স্থানীয় একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে ইন্ডিয়াটুডে জানায়, সিদ্ধার্থ ও আলিয়া দুজনই করণ জোহর, আয়ান মূখার্জিসহ ঘনিষ্ট দুই বন্ধুকে নিয়ে গোয়ায় যান। সূত্রের খবর অনুযায়ী, জন্মদিন পালন করতেই তারা সেখানে গিয়েছিলেন। তখন তাদের অনেক কাছাকাছি থাকতে দেখা গেছে।
এর আগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রেমের ব্যাপারে জানতে চাইলে আলিয়া বলেন, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। আর সিদ্ধার্থের ব্যাপারে একেবারেই নীরব থাকেন এ অভিনেত্রী। এ ব্যাপারে সিদ্ধার্থ বলেন, আমি একা…..আমি ও আলিয়া একসাথে অনেক জায়গায় গিয়েছি কিন্তু এটা বন্ধুত্ব ছাড়া আর কিছু নয়।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০১৫/শরীফ