বলিউডের ডান্স গুরু রেমো ডি সুজার হিট মুভি 'এবিসিডি'র সিকুয়াল 'এবিসিডি-২' নির্মিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বর্তমানে মুভিটির শুটিং চলছে। এতে প্রধান দুটি অভিনয় করেছেন বলিউডের নবাগত হার্টথ্রব শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান। ডান্সধর্মী এই মুুভিটি চলতি বছরের ১৯ জুন মুক্তি পাচ্ছে। বলিউড চলচ্চিত্র শিল্পের আর্থিক বিশ্লেষক তরন আদর্শ এক টু্ইটার বার্তায় একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
প্রিকুয়াল 'এবিসিডি'তে ডান্স এক্সপার্ট প্রভুদেবা ছাড়া তেমন কোনো পরিচিত বা নামীদামী ফিগার ছিল না। তবে এর সিকুয়ালে শ্রদ্ধা এবং বরুণ ছাড়াও প্রভুদেবা এমনকি রেমোকেও দেখা যাবে।
অভিনেতা বরুণ নিজেও বেশ ভালো নাচতে পারেন। তিনি 'এবিসিডি-২' কে ভারতের সব নৃত্য শিল্পীর প্রতি একটি 'ওড' বলে টুইটারে এক বার্তায় জানান। এমনকি লাস ভেগাস থেকে টু্ইটারে মুভিটির শুটিংয়ের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০১৫/শরীফ