রণবীরকে ঘিরে ক্যাটরিনার বাগদানের খবর যতই জোরালো হচ্ছে ক্যাট ততই সতর্ক অবস্থা বেছে নিচ্ছেন। নিজেকে আরও সাবধানি করে তুলছেন। রণবীর কাপুরের সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন বলে ক্যাটরিনাকে নিয়ে জোর গুজব রয়েছে। কিন্তু বিষয়টি স্বীকার-অস্বীকার কিছুই করছেন না তিনি। এ নিয়ে এই গুজব ধীরে ধীরে সত্যতে পরিণত হচ্ছে। তাই বিনোদন প্রতিবেদকরাও নাছোড়বান্দা। বিয়ে-সন্তান নিয়েও তাকে প্রশ্ন করতে ছাড়ছেন না। কিন্তু ক্যাটরিনা বেশ সতর্ক। তিনি এখন কেবল নতুন বছর-সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তরই দিচ্ছেন।
এক প্রতিবেদক প্রশ্ন করেছিলেন, আংটি বদলের এই খবরের মাঝেও কেমন যাচ্ছে নতুন বছর? ক্যাটরিনা বেশ সতর্ক হয়েই জানিয়েছেন, 'চমৎকার ছুটি কেটেছে, নতুন বছরও চমৎকারভাবে শুরু হয়েছে আর এ বছরটি অবশ্যই বিশেষ কিছু। এটুকু শুধু বলব।'
১০ জানুয়ারি ক্যাটরিনার অনামিকায় বড় একটি হীরার আংটি দেখার পর থেকেই রণবীরের সঙ্গে বাগদানের খবর হু হু করে ছড়াতে শুরু করে। এ ছাড়া তারা তো এখন একই অ্যাপার্টমেন্টেই থাকছেন। সম্প্রতি মা হয়েছেন ক্যাটরিনার বোন। নিজেও মা হতে চান কিনা- এমনই প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বললেন, 'ঠিক তা নয়। বোনের ফুটফুটে বাচ্চা দেখে আমি খুব খুশি। ঈশ্বরের ইচ্ছা হলে, ঠিক সময়ে আমারও হবে।' কিছু দিন ছুটি কাটিয়ে ক্যাটরিনা বেশ ঝরঝরে হয়েই ফিরেছেন। ওজনও কিছুটা কমেছে তার। সব মিলিয়ে মনে হচ্ছে ভালোই আছেন তিনি।