টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরনের পরবর্তী মেগা বাজেটের সিনেমা 'দি ডাইভ' এ অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জেনিফার লরেন্স। জেমস ক্যামেরনের এই সিনেমাকে অনেকেই বলছেন নতুন টাইটানিক। কারণ 'দি ডাইভ' সিনেমায় টাইটানিকের মতোই পানি ও প্রেমের একটা সম্পর্ক থাকছে। এই সিনেমায় দেখানো হবে কিউবার ফ্রিডাইভার ফ্রান্সিসকো পিপিন ফেরারাস ও তাঁর স্ত্রী অড্রে মেস্ট্রের জীবনী।
বাস্তবে মেস্ট্রে পৃথিবীর ৫৫৭ দশমিক ৭ ফুট নিচে ডাইভিং করতে গিয়ে মারা যান। আর সেটিই 'দি ডাইভ' সিনেমায় দেখানো হবে। মেস্ট্রের সেই স্বপ্নকে সত্যি করতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে দেখান তাঁর স্বামী ফ্রান্সিসকো। বাস্তবে ঘটা সেই ঘটনা নিয়েই ক্যামেরনের এই সিনেমা। মেস্ট্রের ভূমিকায় অভিনয় করবেন জেনিফার। চলতি বছরের এপ্রিলে সিনেমাটির শ্যুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা। টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি,২০১৫/ রোকেয়া।