খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আর বালকির মুক্তি প্রতীক্ষিত 'শামিতাভ'এ প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নবাগতা আকশারা হাসান। তবে মুভিটিতে অভিনয় করার কথা নাকি বিশ্বাসই করতে পারছিলেন না আকশারা। বরং বালকি হয়তো তাকে তার সহকারী হিসেবে বেছে নিচ্ছেন এমনটা ভেবেছিলেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডে'র
সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পিছনে বেশ ভালো অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম কোনো মুভিতে অভিনয় করলেন কমল হাসানের মেয়ে আকশারা। 'শামিতাভ'এ অভিনয়ের প্রস্তাব প্রসঙ্গে আকশারা বলেন, 'প্রথমে অামি ভেবেছিলাম যে স্যার [বালকি] হয়তো আমাকে তার সহকারী হিসেবে কাজ করার জন্য নিতে চাইছেন। অামার কল্পনায়ও ছিল না মুভিটিতে আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, 'আমি সবচেয়ে বিস্ময় ও সরলভাবে মুভিটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি।'
আগামী ৬ ফেব্রুয়ারি আর বালকির সম্পূর্ণ ভিন্ন গল্পের এই মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই জীবনের প্রথম মুভি হিসেবে দর্শকদের সাড়া কেমন হবে তা নিয়ে বেশ চিন্তায় আছেন আকশানা। শামিতাভে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও দক্ষিণী অভিনেতা ধানুশ।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ২০১৫/শরীফ