দশ বছর পর একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান ও মৌসুমী। হাবিবুল ইসলাম হাবিবের 'রাত্রির যাত্রী' চলচ্চিত্রে তারা দুজন আবারও একসঙ্গে অভিনয় করছেন। এটিএম শামসুজ্জামানের ছেলের বউ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। দশ বছর আগে একই চরিত্রে দুজন অভিনয় করেছিলেন সালাহউদ্দিন লাভলু পরিচালিত 'মোল্লাবাড়ির বউ' চলচ্চিত্রে। পুবাইলে 'রাত্রির যাত্রী' চলচ্চিত্রটির শুটিং চলছে। মৌসুমী প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, 'মৌসুমীর ভিতরে যে ক্ষমতা ছিল আজ পর্যন্ত কোনো পরিচালক সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। আমার বিশ্বাস হাবিব চেষ্টা করছেন। আর তাতেই মৌসুমীর প্রতি সুবিচার হবে বলে আমি মনে করি।' এটিএম শামসুজ্জামান প্রসঙ্গে মৌসুমী বলেন, 'তিনি অসাধারণ শিল্পী। চলচ্চিত্রকে খুউব ভালোবাসেন। তার সঙ্গে আমার অভিনয় করতে ভীষণ ভালো লাগে। কিন্তু অভিনয় করতে এটিএম আঙ্কেলের ভালো লাগে না। তিনি সৃষ্টিশীল একজন মানুষ। নির্দেশনা দিতেই তার আগ্রহ বেশি।'