চলার পথে মানুষের ঝুট-ঝামেলা লেগেই থাকে। সানী লিওনের সঙ্গেও তাই হলো। লিফট থেমে গেছে মাঝপথে। ভিতরে আটকে আছেন সানি লিওন। লিফটের ভিতর বন্দী হয়ে পড়লে সবাই অাঁতকে ওঠে। কিন্তু তিনি মোটেও ভয় পাননি। কারণ সঙ্গে ছিলেন সানীর স্বামী ড্যানিয়েল ওয়েবার। তাই ভয়ের পরিবর্তে হয়তো স্বামীর সঙ্গে একটু রোমান্সই হয়ে গেল লিফটের মধ্যে। তবে এ বিষয়ে কিছু বলেননি। সানি ও ড্যানিয়েল একসঙ্গে ম্যানডেট সাময়িকীর জানুয়ারি সংখ্যার প্রচ্ছদ হয়েছেন। গত ১৭ জানুয়ারি মুম্বাইয়ে এর প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়েই অনাকাঙ্ক্ষিত ওই পরিস্থিতির মুখোমুখি হন তারা।
লিফটের ভিতর অনেকক্ষণ ধরে সানির আটকে যাওয়ার খবর জেনে আয়োজকরা টেকনিশিয়ান ডেকে লিফটের দরজা ভেঙে বের করেন তিনজনকে। অবশ্য বাইরে বেরিয়ে কোনো রাগ দেখাননি সানি। উল্টো ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে সতেজ ও হাসিমুখে দেখা গেছে।