আবারো বিতর্ক রাজকুমার হিরানির সিনেমা 'পিকে'- কে নিয়ে। ধর্ম বিতর্কর পর পিকে-র লেখক রাজকুমার হিরানির বিরুদ্ধে এবার উঠল লেখাচুরির অভিযোগ। কপিল ইশাপুর নামের এক লেখক দিল্লি হাইকোর্টে অভিযোগ জানিয়ে দাবি করেছেন, তাঁর লেখা বইয়ের বেশ কিছু অংশ থেকে চুরি করে বানানো হয়েছে 'পিকে'।
ঔপন্যাসিক কপিল ইসাপুরের দাবি ২০১৩ সালে তাঁর লেখা 'ফারিস্তা' নামের বইয়ের বেশ কিছু অংশ কোনও অনুমতি ছাড়াই 'পিকে'-তে ব্যবহার করা হয়েছে। দিল্লি হাইকোর্টে এই জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন কপিল।
রাজকুমার হিরানির আগের সিনেমা 'থ্রি ইডিয়েটস'-র সময়েও কিছুটা এই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল।
বিডি-প্রতিদিন / ২১ জানুয়ারি,২০১৫ /নাবিল