লিফটে আটকে গেলেন সানি লিওন। গত রবিবার এই ঘটনাটি ঘটে মুম্বাইয়ের একটি বহুতলে। ৩০ মিনিট আটকে থাকার পর শেষ পর্যন্ত টেকনিশিয়ান এসে উদ্ধার করে তাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ের এক বহুতলে গিয়েছিলেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল। কিন্তু হঠাৎ লিফট থেমে যায়। দু'জনে দরজাও খুলতে পারছিলেন না। লিফট থেকেই সানি ফোন করেন উদ্যোক্তাদের। তাঁরা মিস্ত্রি ডেকে নিয়ে আসে। এর পর লিফটের দরজা খুলে বেরিয়ে আসেন দু'জনে। জানতে চাওয়া হল আপনার কী ভয় করছিল? হেসে দিয়ে সানি জানান, একদমই না। বরং ভিতরে তিনি স্বামীকে আদর করছিলেন! সানির এই কথায় উদ্যোক্তারাও হেসে ফেলেন।
বিডি-প্রতিদিন / ২১ জানুয়ারি,২০১৫ /নাবিল