নানামুভি বিতর্ক সত্ত্বেও আমিরের ‘পিকে’ মুভির সাফল্য কেউ দমিয়ে রাখতে পারেনি। মুভিটির ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি চমৎকার অভিনয় করে সুনাম কুড়িয়েছেন অামির খানও। এরই প্রমাণ যুক্তরাষ্ট্রের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের পক্ষ থেকে আমিরকে আমন্ত্রণ। হার্ভার্ডকে পিকের গল্প শোনাতেই আমিরকে এ আমন্ত্রণ জানানো হলো। খবর ইন্ডিয়া টাইমসের
জানা গেছে, ‘পিকে’ মুভির চরিত্র নিয়ে আমিরের সঙ্গে কথা বলতে চায় হার্ভাডের স্কুল অব বিজনেস। ‘পিকে'তে আমির কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন তা নিয়েই তার সঙ্গে আলোচনা করতে চায় হাভার্ড বিজনেস স্কুল। তবে শুধু চরিত্র নির্মাণের বিশেষত্ব নয়, এরকম গল্প নির্বাচনের পিছনে কী উদ্দেশ্য সেটাও এ সুপাস্টারের সঙ্গে আলোচনা করতে চান ওই স্কুলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
ঘনিষ্ঠ এক সূত্র জানায়, আমির নিজেও এই আলোচনায় উৎসাহী। তবে কবে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে তা এখনো ঠিক করা হয়নি। এদিকে হাভার্ড স্কুল সূত্রে জানা যায়, বিতর্কের কারণেই কি মুভিটি হিট নাকি এর পিছনে আমিরের নিজস্ব কোনো ফর্মুলা আছে; এই প্রশ্নই আমিরকে করতে চান ওই বিজনেস স্কুলের প্রশ্নকর্তারা।
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ