২০১৪ সালে রূপালি পর্দায় খুব একটা দেখা যায়নি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। তবে চলতি বছর তাকে ভক্তরা দেখতে পাবে একজন রোগীর চরিত্রে। কারণ এ বছর সিজোফ্রোনিক রোগীর চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন সাইফ আলী খানের স্ত্রী।
জানা গেছে, 'নো ওয়ান কিলড জেসিকা' খ্যাত পরিচালক রাজকুমার গুপ্তার চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রের নাম এখনো ঠিক করা হয়নি। চলচ্চিত্রটিতে কারিনা ইতিবাচক চরিত্রে থাকলেও তিনি হবেন সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ছবিতে আরও দেখা যাবে মানসিক হাসপাতাল থেকে বের হওয়ার পরপরই কারিনার অসুস্থতার সুযোগ আন্ডাওয়ার্ল্ড।
ছবির পরিচালক রাজকুমার গুপ্তা জানিয়েছেন, ভারতের দ্লবিধির ৮৪ নম্বর ধারাকে ঘিরেই এ চলচ্চিত্র। সেখানে বলা হয়েছে, অসুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে না। চলতি মাসের এপ্রিল থেকে এ ছবির শুটিং শুরু হবে।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব