নতুন চারটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় আছেন ফারহানা মিলি। অরন্য আনোয়ারের 'দহন', আলভী আহমেদের 'শূন্য থেকে শুরু', মাজহারুল ইসলামের 'একজন মায়াবতী' ও বাশার জর্জিসের 'উজান গাঙ্গের নাইয়্যা-সিরিজ টু'। 'একজন মায়াবতী' ধারাবাহিকটি প্রয়াত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। তাই মিলির অপেক্ষায় দীর্ঘ হচ্ছে। মিলি বলেন, আমার প্রতিটি কাজেই আমি নতুনত্ব আনার চেষ্টা করি। প্রয়োজেন কাহিনীকার, পরিচালকের সঙ্গে আলোচনা করে নেই। কাজটি ভালো হওয়া চাই। আমার নতুন চারটি ধারাবাহিক নিয়ে আমি খুব আশাবাদী। প্রচারের অপেক্ষা ভালো লাগছে না।