ভারতীয় হিন্দি ছবি 'ওয়ানটেড' মুক্তির পর এবার মার্চে মুক্তি পাচ্ছে আরও দুটি হিন্দি ছবি 'ডন টু' ও 'থ্রি ইডিয়টস'। চলচ্চিত্র প্রদর্শক সমিতির একটি সূত্র এ খবর জানায়।
ছবি দুটি গত ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র লাভ করে বলেও জানায় সূত্র। প্রদর্শক সমিতির তথ্যমতে আইন মেনে ও সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েই ২৩ জানুয়ারি 'ওয়ানটেড' মুক্তি পায়। একইভাবে এ দুটি ছবিও মুক্তি পাবে।
২০১১ সালে ভারতে মুক্তি পায় ফারহান আক্তার পরিচালিত 'ডন টু' ছবিটি। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, প্রিয়াংকা চোপড়া ও লারা দত্ত। অন্যদিকে 'থ্রি ইডিয়টস' মুক্তি পায় ২০০৯ সালে। রাজকুমার হিরানী পরিচালিত এই ছবিতে অভিনয় করেন আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানীসহ অনেকে। সূত্র জানায় সেন্সর বোর্ডে জমা রয়েছে আমির খান অভিনীত আরেকটি ছবি 'তারে জামিন পার'। এটিও শীঘ্রই ছাড়পত্র পাবে এবং মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
এর আগে অবশ্য ২০১১ সালে 'জোর', 'বদলা' ও 'সংগ্রাম' শিরোনামের তিনটি এবং ২০১৪ সালে 'যুদ্ধশিশু' শিরোনামের একটি এবং 'টাইগারস অব সুন্দরবন' শিরোনামের একটি ভারতীয় ছবি বাংলাদেশে মুক্তি পায়। অন্যদিকে ভারতে মুক্তি পায় 'বৈষম্য' এবং 'মা আমার স্বর্গ' শিরোনামের দুটি ঢাকার ছবি। বিনিময় চুক্তির অধীনেই শেষ চারটি ছবি দুদেশে মুক্তি পায়।