অনুরাগ কাশ্যাপের নতুন ছবি 'বোম্বে ভেলভেট' নির্মাণ শুরুর পর থেকেই তিনি রয়েছেন আলোচনায়। কারণ অনেককে বাদ দিয়েই আনুশকাকে নিয়েছিলেন অনুরাগ। শোনা যাচ্ছিল এ ছবির জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন আনুশকা শর্মা। কথাটা একেবারে মিথ্যা নয়। ছবিতে জ্যাজ গায়িকার চরিত্রে রূপদানকারী আনুশকা শর্মার নতুন রূপ সম্প্রতি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। বক্স-অফিস বিশ্লেষক তারান আদর্শ টুইটারে প্রথম পোস্ট করেন 'বোম্বে ভেলভেট' ছবি থেকে আনুশকার একটি ছবি, যেখানে 'পিকে' অভিনেত্রীকে দেখা যায় জ্যাজ গান গাওয়ার ভঙ্গিতে।
ভারতীয় লেখক জ্ঞান প্রকাশের লেখা 'মুম্বাই ফেবলস' উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 'বোম্বে ভেলভেট'। এর কাহিনী গড়ে উঠেছে পঞ্চাশ এবং ষাটের দশকের মুম্বাইয়ের পটভূমিতে।
এর আগে প্রকাশিত হয়েছিল ছবিটির একটি প্রচারমূলক ভিডিও, যেখানে দেখা গেছে আনুশকাকে। 'মোহাব্বাত বুরি বিমারি' নামের ভিডিওতে ব্যবহৃত গানটি নির্মাণ করেছেন অমিত ত্রিভেদি এবং জ্যাজ শিল্পী মিকি ম্যাকলিয়ারি। ছবিতে আনুশকার প্রেমিক হিসেবে দেখা যাবে রণবীর কাপুরকে, যিনি গ্যাংস্টার জনি বলরাজের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া থাকবেন 'হায়দার' খ্যাত অভিনেতা কে কে মেনন এবং প্রথমবারের মতো খলচরিত্রে দেখা যাবে করন জোহরকে। ছবিটি মুক্তি পাবে ১৫ মে।