পহেলা বৈশাখে ক্যারিয়ারের ৫১তম একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন 'ব্ল্যাক ডায়মন্ড' খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। পাঁচমিশালি গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এরইমাঝে কয়েকটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। বেবী নাজনীন বলেন, 'আমার সংগীত ক্যারিয়ারে ভিন্ন ধারার একটি অ্যালবাম শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি। একটি নজরুলসংগীত, একটি রবীন্দ্রসংগীত ও একটি সুফি গানের পাশাপাশি এতে বিভিন্ন ধাঁচের গান থাকবে।'
অ্যালবামের কাজ কতদূর এগিয়েছে, তা জানতে চাইলে বেবী নাজনীন আরও বলেন, গত বছর কাজ শুরু করেছি। সবকটি গান বাছাইসহ কয়েকটি গানের কাজ সম্পন্নও হয়েছে। তবে মাঝে স্টেজ শো করতে দেশের বাইরে গিয়েছিলাম। প্রায় এক মাস বিদেশ ছিলাম। কিছুদিন হলো দেশে ফিরেছি। দু'এক দিনের মধ্যেই এর কাজ পুনরায় শুরু করব। টানা কাজ করে রেকর্ডিং শেষ করে ফেলব। গানগুলোর প্রসঙ্গে জানতে চাইলে বেবী আরও বলেন, অ্যালবামের গানগুলো নিয়ে বিস্তারিত বলতে চাই না। কারণ গানের কথা প্রকাশ করলে, তা কপি হয়ে যায়। আমি চাই না, এমন কিছু হোক। তবে এতে আমার পছন্দের গানগুলোই থাকবে। পাশাপাশি আমার সুর-সংগীতে দুটো মৌলিক গানও রাখব। বাকি গানগুলো অন্যদের দিয়ে তৈরি করা হবে। এ অ্যালবামের জন্য কয়েকটি নামও ঠিক করেছি। কিন্তু কোনটি রাখব তা নিয়ে দ্বিধায় রয়েছি। তাই আপাতত এর নাম প্রকাশ করতে চাচ্ছি না।
গত রোজার ঈদে সঙ্গীতার ব্যানারে বেবী নাজনীনের ৫০তম একক অ্যালবাম 'দ্য ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন' প্রকাশিত হয়। ৮টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ইতোমধ্যেই অ্যালবামের গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। খুব শীঘ্রই অ্যালবামের দু'তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন বলে জানিয়েছেন বেবী নাজনীন। তিনি বলেন, বর্তমানে মিউজিক ভিডিওর জোয়ার চলছে। তাই তরুণ প্রজন্মের কথা ভেবে এ অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। দেশের অবস্থা স্বাভাবিক হলেই এর কাজ শুরু করব।