সাবেক প্রেমিকের রঙ্গলীলা মনে তো আগুন লাগাবেই। আর পেশাগত কারণে তা যদি দেখতে হয় চোখের সামনে, তবে তো প্রতি মুহূর্তের দহন সামলানো দায়। এমন উভয় সংকটময় বিষাদে সময় কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কারণ চোখের সামনেই অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন তার সাবেক প্রেমিক রণবীর কাপুর এবং তার হবু স্ত্রী ক্যাটরিনা কাইফ। ইমতিয়াজ আলীর 'তামাশা' ছবির মাধ্যমে রণবীর-দীপিকা জুটি ফিরছেন রুপালি পর্দায়। দিল্লিতে চলছে এ রোমান্টিক ছবির শুটিং। ওদিকে ক্যাটরিনা ব্যস্ত আছেন কাশ্মিরে, অভিষেক কাপুরের 'ফিতর' ছবি নিয়ে। প্রেমপর্ব শেষে বিয়ের আগের মধুময় সময় কাটাচ্ছেন রণবীর-ক্যাটরিনা। তাদের প্রেমের টান ক্ষতিকর হতে পারে শুটিংয়ের জন্য। তাই অভিষেক আগেই রণবীরকে 'ফিতর' ছবির সেটে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে না করেছেন। নিষেধাজ্ঞায় কি প্রেমের বন্যায় বাঁধ দেওয়া যায়? ক্যাটরিনাই হাজির হলেন দিল্লিতে 'তামাশা' ছবির শুটিংয়ে। ব্যস, প্রেমিকযুগলের উচ্ছ্বাস দেখে মুখ ফিরিয়ে ছিলেন দীপিকা। শোনা যায়, দীপিকার সামনে রণবীরের প্রতি প্রেমটা একটু বেশিই দেখাচ্ছিলেন ক্যাটরিনা।