আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার হলে শূন্যন রেপোর্টরি থিয়েটার প্রযোজিত 'লালজমিন' নাটকটি মঞ্চস্থ হবে। এতে মোমেনা চৌধুরী একক অভিনয় করেছেন। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'লালজমিন'র ৭৫তম মঞ্চায়ন হবে আজ। যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন নিয়ে নাটক। মান্নান হীরা রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।