বিয়ে হওয়ার পর কারিনা কাপুর যে তাঁর ভক্তদের ছবিতে সন্তুষ্ট করতে পেরেছেন এমনটা নয়৷ তাই ভক্তদের সব আক্ষেপ মিটিয়ে দিতে এবার হাজির হচ্ছেন সিজোফ্রেনিক রোগি হিসেবে৷
পরিচালক রাজ কুমার গুপ্তার ছবিতে করিনাকে এই চরিত্রে দেখা যাবে৷ এর আগে এই পরিচালকের থেকেই এসেছে ‘নো ওয়ান কিলড’ জেসিকার মতো ছবি৷ থ্রিলার গোত্রের এ ছবিতে কারিনার চরিত্রকে ঘিরেই গড়াবে ছবির গল্প৷ সত্যি এক ঘটনা থেকেই এ ছবির উৎসাহ পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক৷ ছবিতে আইনি ধারার সেকশন-৮৪ এর উপরও আলোকপাত করা হবে৷
বিয়ের পর কারিনার কেরিয়ারে নিসন্দেহে এটি একটি মাইলস্টোন ছবি হতে চলেছে৷ নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করার অনেক সুযোগ পাবেন বলিউডের ‘বেবো’৷ এর আগে এ ধরনের চরিত্রে মাত করেছেন কঙ্কণা সেনশর্মা থেকে প্রিয়াঙ্কা চোপড়া সকলেই৷ অপর্ণা সেনের ‘১৫ পার্ক অ্যাভিনিউ’-এ মানসিক অসুস্থ এক রোগীর ক্ষেত্রে চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্কণা সেনশর্মা৷ কঙ্কণার অসাধারণ অভিনয় দক্ষতায় জীবন্ত হয়ে উঠেছিল সে চরিত্র৷ ২০০৫ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন-রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘ব্ল্যাক’৷ সে ছবিতে বাজিমাৎ করেছিলেন রানি৷ সাম্প্রতিক অতীতে ‘বরফি’ ছবিতে এরকমই এক চরিত্রে সকলের কুর্নিশ আদায় করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷
তাই কারিনা কীভাবে সিজেফ্রেনিক চরিত্রে রূপদান করেন, তা দেখতে আগ্রহী বলিউড৷
বিডি-প্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি ১৫/ সালাহ উদ্দীন