নিজেই নিজের দাম কমালেন অক্ষয় কুমার। কয়েকটি সিনেমা সফল না হওয়ায় বলিউডে সব চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা এ কাজটি করলেন।
সর্বশেষ তার মুক্তি পাওয়া ছবি বেবিও ফল্প সিনেমার তালিকায় উঠে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার। পরিচালক-প্রযোজকদের ক্ষতির কারণ হতে চান না বলেই তার এই সিদ্ধান্ত।
শোনা যাচ্ছে, রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এয়ার লিফট সিনেমাতে অক্ষয় তার পারিশ্রমিক কমিয়ে অর্ধেক করে ফেলেছন। তিনি সিনেমা বাবদ ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু এয়ার লিফট-এর জন্য অক্ষয় সাড়ে ১২ কোটি রুপি নিয়েই সন্তুষ্ট রয়েছেন।
তার মতে, একটি সিনেমার অভিনেতাই নাকি সবচেয়ে দামি। এর মধ্যে চলচ্চিত্রে বিনিয়োগকারীরা যদি অভিনেতার পেছনেই সব টাকা ঢেলে দেন, আর তারপর যদি সিনেমা ব্যবসা না করে, তখন এর চেয়ে কষ্টের আর কিছুই হয় না।