৯০ এর দশকের সুপারহিট সেই গানটি এখনও শ্রোতা বন্ধুদের হৃদয়ে তরুণ। যার তালে নেচেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। ‘ডোলি তেরা ডোল’ বাজে ‘হাম দিল দে চুকে সানম’ ছবিতে সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের রসায়নে মাতিয়েছিল দর্শকদের। এবার সেই গানের তালে কোমর দোলালেন বলিউডের বেবিডল সানি লিওন।
‘এক পেহেলি লীলা’ ছবির প্রযোজক ভূষণ কুমার এই গানের অরিজিনাল সাউন্ড ট্র্যাক্টটি কিনে নিয়েছেন। রাজস্থানের জয়সলমীর শহরে প্রকাণ্ড শেড তৈরি করে ৫০০ জন নৃত্য শিল্পী নিয়ে ৪৮ ডিগ্রী তাপমাত্রায় অসহনীয় গরমে একসপ্তাহ ধরে এই গানের সঙ্গে নাচের দৃশ্যে শুটিং করা হয়েছে। নৃত্য পরিকল্পনায় সরজ খান ও আহমেদ খান।
এই ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করতে চলেছেন সানি লিওন। তারমধ্যে একটি ছবিতে রাজকুমারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ছবিতে সানির বিপরীতে অভিনয় করছে ভানুশালী।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব