মেধাবী নির্মাতা অনিমেষ আইচের প্রথম ছবি 'জিরো ডিগ্রী'। ছবিটি মুক্তি পাচ্ছে আজ। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় আসছেন অভিনেতা মাহফুজ আহমেদ। পাশাপাশি প্রযোজক হিসেবে তিনি বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন 'জিরো ডিগ্রী' দিয়ে। ছবিতে আরও অভিনয় করেছেন দিলরুবা ইয়াসমীন রুহি, তারিক আনাম খান, টেলি সামাদ, ইরেশ যাকের, মীর রাব্বি, জয়া আহসান প্রমুখ। আজ দেশের ১৯টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। ছবি মুক্তি উপলক্ষে প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, 'আমরা আশাবাদী ছবিটি নিয়ে। বর্তমান সময়ের একটি আধুনিক ছবি নির্মাণ করেছি আমরা। দর্শককে আটকে রাখার মতো অনেক কিছু আছে এ ছবিতে। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা হলে এসে ছবিটি দেখুন।'
'জিরো ডিগ্রী'র গল্পে দেখা যাবে- অমিত [মাহফুজ] ও নীরার [রুহি] সুখী জীবন। তাদের একমাত্র সন্তান অর্ক। নীরা অফিসের কাজে প্রায়ই দেশের বাইরে যায়। একবার গিয়ে সে আর ফেরে না। ফোনে জানায়, সেখানে সে নতুন সংসার শুরু করেছে। বিষয়টি মেনে নিতে পারে না অমিত। পাশাপাশি সন্তান অর্কও দুর্ঘটনায় মারা যায়। মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। গল্প জমে ওঠে।
ছবি নিয়ে মাহফুজ বলেন, 'কেউ একবার ছবিটি দেখতে বসলে আর উঠতে পারবে না। শিল্পী নয়, গল্পের কারণেই দর্শক ছবিটি উপভোগ করবে'।