আজকের অনুষ্ঠানে কোন গানগুলো পরিবেশন করবেন?
আজকের অনুষ্ঠানে আমি শাহ আবদুল করিমের গানগুলো পরিবেশন করব। এ ছাড়া দর্শক যে গানগুলো শুনতে চাইবে আমি চেষ্টা করব সেই গানগুলো গাওয়ার।
নতুন একটি অ্যালবামের কাজ শুরু করেছেন নাকি?
হ্যাঁ, নতুন একটি অ্যালবামের কাজ শুরু করেছি। ১০টি ফোক, সুফি ও আধ্যাত্দিক গান দিয়ে অ্যালবামটি সাজানোর চিন্তা করছি। গানগুলো লিখেছেন অতিথি আযু। এই অ্যালবামে আমি যে ধাঁচের গান রাখছি, আমার মনে হয় শ্রোতারা এর আগে এই ধাঁচের গান শুনেনি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
পাইরেসির এই সময়ে অ্যালবাম করছেন, সাফল্যের ব্যাপারে কতটা আশাবাদী?
শিয়ালের ভয়ে মুরগি পালা বন্ধ করে দিলে কী করে হবে! এখন যদি পাইরেসির ভয়ে সবাই গান গাওয়া বন্ধ করে দিই তাহলে আমরা শিল্পীরা বাঁচব কী করে। পাইরেসি হবেই, তাই বলে নতুন অ্যালবাম করব না এটা তো হতে পারে না। আর আমার অ্যালবাম কোনো অ্যালবাম কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে করেনি। আমার নিজের টাকায় করেছি। নিজের স্টেজ শোর টাকা দিয়ে অ্যালবাম করেছি। গানটাকে ভালোবাসি বলে এখনো গান গেয়ে যাচ্ছি।
চলচ্চিত্রের গানে আপনাদের পদচারণা কম কেন?
এই বিষয়টা ভালো বলতে পারবেন বর্তমান সময়ে যারা ছবি নির্মাণ করেন তারা। আমাদের পাশের দেশে একটি সুফি গান, একটি ফোক গানের ওপর ভিত্তি করে ছবি নির্মাণ করেন। আর আমাদের দেশের কোনো ছবিতে এই গানগুলো ব্যবহারই হয় না। ভাবতে অনেক কষ্ট হয়।
গানের জগতে নতুনরা কেমন করছে বলে আপনি মনে করেন?
বর্তমানে আমাদের সংগীতাঙ্গনে অনেক নতুন শিল্পী এসেছে। এটি আমাদের জন্য একটি সুখবর। কিন্তু তাদের মধ্যে শিল্পী হওয়া থেকে স্টার হওয়ার প্রবণতা অনেক বেশি। আমরা শিল্পীজীবনের ২০-৩০ বছর পর টাকা নিয়ে শো করেছি। কিন্তু আজ যখন দেখি নতুন শিল্পীরা পাগলের মতো টাকার পেছনে ছুটছে তখন অনেক কষ্ট হয়। তারা গানচর্চা করতে পছন্দ করে না, শুধু শো করতে পছন্দ করে। আর আজকাল কম্পিউটার তো আমাদের ভুলিয়ে দেয় কোন জন আসল শিল্পী আর কোন জন নকল শিল্পী।
আলী আফতাব