বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সবচেয়ে বড় সংগ্রহশালা তৈরি করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ২০১১ সালের ডিসেম্বরে সিডি আকারে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রসংগীতের সবচেয়ে বড় সংগ্রহশালা 'শ্রুতি গীতবিতান'। বন্যার তত্ত্বাবধানে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের দুই হাজার ২২২টি গান রেকর্ড করা হয়েছিল এতে। এবার শুরু হয়েছে অ্যালবামটির সংস্কারের কাজ। নতুন এ সংস্করণের নাম 'শ্রুতি গীতবিতান-২'। সংগ্রহশালাটির সমন্বয়কারী রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা জানিয়েছে, এতে বেশকিছু পুরনো গান নতুন করে রেকর্ডিং করা হবে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, 'প্রথমটিতে বেশকিছু গানের মান ঠিকমতো হয়নি বলে আমার মনে হয়েছে। সময় স্বল্পতা, স্বরলিপি সংগ্রহ ও অনেক পুরনো গানের রেকর্ডিং যুক্ত করায় বেশকিছু গান মূল্যায়ন করা জরুরি হয়ে পড়েছে। তাই নতুন এ সংস্করণ তৈরির উদ্যোগ।'
গান মূল্যায়নের জন্য দেশের ১০ জন রবীন্দ্রসংগীতশিল্পীর একটি কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই চলতি মাস থেকে মূল কাজ শুরু হবে।