বাজারে জোর গুঞ্জন, বিয়ে করছেন 'বোঝে না সে বোঝে না' খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাত্র আর কেউ নন, পরিচালক রাজ চক্রবর্তী। বিয়ে নিয়ে মুখ না খুললেও এক সাক্ষাৎকারে জোরালো আভাস দিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের গুজব ভাসছে টালিগঞ্জের আকাশে-বাতাসে। 'বাঙালি বাবু ইংলিশ মেম' ছবির শুটিংয়ে নাকি নায়ক সোহমের চেয়ে পরিচালক রাজের সঙ্গেই বেশি রোমান্টিক ছিলেন মিমি। এমনকি 'যোদ্ধা- দ্য ওয়ারিয়র' ছবির শুটিংয়ে প্রত্যক্ষদর্শীরা এমন সব কাহিনীর বর্ণনা করেছেন, যাতে প্রেমের খবরটা আর নিতান্ত গুজব থাকেনি। প্রেম নিয়ে লুকোচুরি করলেও রাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা অস্বীকার করেননি মিমি। তিনি বলেন, 'রাজের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে জলঘোলা নিয়ে গত দুই বছর ধরে সব ইন্টারভিউতে কথা বলতে বলা হয়েছে। কিন্তু আমি চুপ। পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, হোক না একটু জলঘোলা! আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। তবে এটা একান্ত ব্যক্তিগত বিষয়, তাই বেশি কিছু বলব না। যেদিন আমি নিজে বিয়ের সিদ্ধান্ত নেব, সবাইকে নিশ্চই জানাব।' বলেন তিনি।
অবশ্য প্রেম কিংবা রোমান্টিক সম্পর্ক নিয়ে মিমি বলেন, 'আমি একদম রোমান্টিক নই। টিপিক্যাল ক্যান্ডেল লাইট ডিনার, ব্যাকগ্রাউন্ডে মিউজিক- এসব আমার খুব বোরিং লাগে। আমি চাই আমার ভালোবাসার মানুষের সঙ্গে কোথাও ছুটি কাটাতে যেতে।'
২০১২ সালে 'বাপি বাড়ি যা' ছবির মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান এই অভিনেত্রী।