বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ বলেছেন, আমি ডেটিং থেকে লিভ ইন রিলেশনশিপকেই বেশি পছন্দ করি। কারণ, তাতে সঙ্গীকে চিনে জেনে নেওয়ার সুযোগ থাকে। পরবর্তী জীবনের অনেক জটিলতা থেকে এই সম্পর্ক বাঁচিয়ে দিতে পারে। 'রয়' ছবির প্রচারে এ মুহূর্তে ব্যস্ত শ্রীলঙ্কান এই অভিনেত্রী। প্রমোশন চলাকালীন এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা বলেছেন তিনি। কিন্তু ফার্স্ট ডেটিংয়ে সেক্সে ক্ষেত্রে বেশ সংরক্ষণশীল জ্যাকুলিন। ওয়ান নাইট স্ট্যান্ডের ঘোরতর বিরোধী তিনি। কেননা তার মতে, এতে সঙ্গী মানুষটাকেই তো চেনা যায় না। যার সঙ্গে ডেটিং, তিনি কোনো সিরিয়াল কিলার হতে পারেন।