বিপাশা হায়াত মানেই দর্শকদের এখনো নড়েচড়ে বসা। তিনি নাটকে থাকলে দর্শক এখনো লিস্টে টুকে রাখে দিনক্ষণ। কিন্তু বিপাশা আর আগের মতো অভিনয় করেন না। কালেভদ্রে ভালো কোনো প্রস্তাব পেলে ক্যামেরার সামনে দাঁড়ান। সম্প্রতি তিনি নতুন নাটকে অভিনয় করেছেন। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় ভাষাদিবসের নাটকে তাকে দেখা যাবে। নাটকের শিরোনাম 'দূরের পাঠশালা'। নাটকের গল্পে বিপাশা একটি গ্রাম্য স্কুলের শিক্ষক। নাটকটি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এনটিভিতে প্রচার হবে। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, 'এটি প্রথার বাইরের গল্প। বিপাশা আপা দারুণ অভিনয় করেছেন। বাকিটা প্রচারের সময় দর্শক বুঝতে পারবে।' নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ।