তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। গতকাল কলকাতার মুরলিধর সেন লেনে অবস্থিত পশ্চিমবঙ্গের বিজেপি কার্যালয়ে গিয়ে বিজেপি শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পরিবর্তনের হাওয়ায় গা ভাসিয়ে বছর দুয়েক আগেই তৃণমূলে নাম লেখান এই টলিউড সুন্দরী। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে মমতার পাশেই দেখা যেত লকেটকে। কিন্তু এদিন আচমকাই বিজেপিতে যোগ দিলেন।
বিজেপিতে যোগ দিয়ে লকেট জানিয়েছেন, তৃণমূলে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি রাজনীতির জন্য ওই পার্টিতে যোগদান করিনি, আমি চেয়েছিলাম মানুষের জন্য কাজ করতে। বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে তিনি তার লক্ষ্যে পেঁৗছাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ৪২ বছর বয়স্ক এই অভিনেত্রী।