লালন-রাধারমণ সংগীতসন্ধ্যা
আগামীকাল শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে 'লালন-রাধারমণ সংগীতসন্ধ্যা'।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে গীতি আলেখ্য পরিবেশন করবে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী বিশ্বজিৎ রায় ও অনিমা মুক্তি গোমেজ।
জাতীয় পথ নাট্যোৎসব শেষ হচ্ছে কাল
আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হচ্ছে আট দিনব্যাপী জাতীয় পথ নাট্যোৎসব। এ পথ নাট্যোৎসবে প্রতিদিন বিকাল ৪টা থেকে শহীদ মিনারে মঞ্চায়ন হচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত নাট্যদলের বিভিন্ন পথনাটক।
'এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার'- এই স্লোগান নিয়ে গত ৩১ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এ পথ নাট্যোৎসব শুরু হয়।
আজ 'কেরামত আলী ক্যানভাসার'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন হবে ভিন্নধর্মী গল্পের নাটক 'কেরামত আলী ক্যানভাসার'। কংস থিয়েটার প্রযোজিত এই নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন প্রদীপ সরকার শ্যামল।
আজ 'রুদ্ররবি ও জালিয়ানওয়ালাবাগ'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে শিল্পকলা রেপার্টরি প্রযোজনার নাটক 'রুদ্র্ররবি ও জালিয়ানওয়ালাবাগ'।
মনজুরে মওলা রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন আতাউর রহমান।
৮ ফেব্রুয়ারি 'সুবচন নির্বাসনে'
নাট্যপ্রয়াসের প্রযোজনায় ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটক 'সুবচন নির্বাসনে'।
আবদুল্লাহ আল মামুনের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন শিশির রহমান।
'অরক্ষিতা' আজ
আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হবে দেশনাটক প্রযোজিত নাটক 'অরক্ষিতা'। এই নাটকটি দলের ২০তম প্রযোজনা।
মাহবুব লীলেন রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন ইশরাত নিশাত।
'প্রেম পরানের কথা'
বাঙলা নাট্যদলের প্রযোজনায় আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে 'ব্যতিক্রমী গল্পের নাটক 'প্রেম পরানের কথা'।
কাল শেষ হচ্ছে মাজাহারুল ইসলাম কচির চিত্র প্রদর্শনী
ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে কাল শনিবার শেষ হচ্ছে শিল্পী মাজাহারুল ইসলাম কচির 'ভ্রুণ ও উৎসব" শিরোনামে ৯ দিনব্যাপী চিত্র প্রদর্শনী।
গত ৩০ জানুয়ারি বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ।