'পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান’ খ্যাত হলিউডের অভিনেতা জনি ডেপের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে হলিউডপাড়া ছিল সরগরম। অবশেষে বহু নারীর হৃদয় ভেঙে দিয়ে বিয়ের কাজটি সেরে ফেললেন ৫১ বছর বয়সী এ হলিউড তারকা।
গত মঙ্গলবার ফেব্রুয়ারি জনি ডেপ তার বাগদত্তা অভিনেত্রী-মডেল অ্যাম্বার হার্ডকে বিয়ে করেন। লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে ছোট পরিসরে বিয়ে সারলেও সপ্তাহ শেষে এই জুটি বাহামাসের নিজস্ব একটি দ্বীপে বড় ধরনের ওয়েডিং পার্টি রাখতে যাচ্ছেন।
জানা গেছে, ৫১ বছর বয়সী জনি ডেপ ও ২৮ বছর বয়সী অ্যাম্বারের বাহামাসের দ্বীপটিতে বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে জনি ডেপ আগে থেকেই ভীষণ রোমাঞ্চিত। ৪৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই দ্বীপটি নাকি ভারি সুন্দর। তবে তার বিয়েতে জনি ডেপের নিজ সন্তানসহ মাত্র ৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। তাদের দুইজনের বয়সের পার্থক্য ২৮ বছর হলেও দুজনকে অবশ্য পাশাপাশি দারুণ মানিয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব