অনেকটা চুপিসারেই নিজের বিয়ের কাজটা সেরে ফেললেন ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তবে অপরিচিত কাউকে নয়, দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কেই বিয়ে করেছেন তিনি। কেবল পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে গতকাল রাতে তাদের এই বিয়ে অনুষ্ঠিত হয়। নিজের ফেসবুক ও টুইটার পেজের মাধ্যমে শ্রেয়া নিজেই এই বিয়ের কথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
ফেসবুক পেজে শ্রেয়া এক পোস্টে লিখনে, 'দুই পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বাঙালি ঐতিহ্য মেনে এক চমৎকারে অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিক শিলাদিত্যকে বিয়ে করেছি। জীবনের নতুন এই মুহুর্তে শিলাদিত্য ও অামি উভয়েই আপনাদের শুভকামনা চাই।'
শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্যের বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকেই আশীর্বাদ ও অভিনন্দন বার্তার বন্যায় ভাসছেন তারা।
বিডি-প্রতিদিন/ ৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ