খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টার অরুণ গোলির সঙ্গে অনুনোমোদিত সাক্ষাতের কারণে পুলিশের তলবের বয়ান দিয়েছেন অর্জুন রামপাল। বলিউডের এ অভিনেতা গত মঙ্গলবার বয়ান দেন বলে মুম্বাই পুলিশ কমিশনার ধনঞ্জয় কুলকার্নি আজ জানিয়েছেন। নিজের নতুন মুভি 'ডেডি'র জন্য লোকেশন খুঁজতে গিয়েই গ্যাংস্টার গোলির সঙ্গে মুম্বাইয়ের জে জে হাসপাতালে কাকতালীয়ভাবেই তার সাক্ষাৎ ঘটে বলে বয়ানে রামপাল জানান। খবর ইন্ডিয়া টুডে'র
গত সপ্তাহে রামপালের বান্দ্রার বাড়িতে তার স্ত্রীর কাছে হাতে হাতে এ সংক্রান্ত একটি নোটিশ পৌঁছে দেওয়া হয়েছিল। গত বছরের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ের সরকার চালিত জে জে হাসপাতালে রামপাল ও গোলির সাক্ষাৎ ঘটে।
পুলিশের কাছে দেওয়া বয়ানে রামপাল অরুণ গোলির সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন। 'ডেডি' মুভিটি গোলির জীবনীর উপর ভিত্তি করে নির্মিত। তাই মুভিটিতে অভিনয়ের খাতিরেই গোলির ব্যক্তিত্ব সম্পর্কে জানতেই তার সঙ্গে আচমকা সাক্ষাত ঘটে রামপালের। এমনটিই বয়ানে বলেছেন ৪২ বছর বয়সী এ অভিনেতা। তাদের মধ্যকার সাক্ষাৎ মাত্র ১০ মিনিট স্থায়ী হয়েছিল।
মুম্বাইয়ের জে জে মার্গ পুলিম স্টেশনের অন্য একজন কর্মকর্তা বলেন, 'এই অভিনেতা দাবি করেন যে মুভিটির জন্য লোকেশন খুঁজতে তিনি দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে গিয়েছিলেন। তখন তিনি জানতে পারেন যে গোলিও হাসপাতালটিতে অবস্থান করছে।'
রামপালের বয়ানের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, 'যখন সে গোলির সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডে ঢোকার চেষ্টা করে তখন সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষী তাকে বাধা দেয়।' নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরো বলেন, 'রামপাল বলেন যে গোলি তখন কাকতালীয়ভাবে তার কক্ষ থেকে হেঁটে বেরিয়ে আসে এবং তিনি তখন তার সঙ্গে দেখা করতে ও কথা বলতে সক্ষম হন। রামপাল বলেন যে গোলির ব্যক্তিত্ব বোঝতেই তার সঙ্গে কথা বলেছেন তিনি।'
উল্লেখ্য, 'ডেডি' নামে নতুন একটি মুুভিতে গোলির চরিত্রে অভিনয় করছেন ৪২ বছর বয়সী অর্জুন। মুভিটিতে রামপালের অনুসারীরা তাকে গোলি বলেই সম্বোধন করে থাকে। ২০০৭ সালে এক ব্যক্তিকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে যাবজ্জীবন সাজা ভোগ করছেন অরুণ গোলি।
বিডি-প্রতিদিন/ ৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ