প্রায় ৫ বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বিয়ে করে সংসারি হওয়ার কারণে দীর্ঘ সময় ক্যামেরার পেছনেই থাকতে হয়েছিল তাকে। সম্প্রতি সঞ্জয় গুপ্তের 'জাজবা' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবার ক্যামেরার সামনে এলেন তিনি। কালো রঙা জ্যাকেট আর জিন্সে সাধারণ সাজগোজ। 'জাজবা' ছবির দৃশ্যধারণে দেখা গেল সেই চিত্র। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তার ভক্তরা মেতেছেন আনন্দে। সঞ্জয় গুপ্ত পরিচালিত ছবিটির প্রথম দিনের কাজ হয় ৩ ফেব্রুয়ারি। ওইদিন পেছন দিক থেকে তোলা ব্যাগ কাঁধে ঝোলানো ঐশ্বরিয়ার ছবি পোস্ট করে তিনি টুইটারে লিখেছেন, 'শি ইজ ব্যাক।' পরদিনও কালো রঙা লেদার জ্যাকেট আর জিন্সেই দেখা যায় তাকে। পোশাক আর সাজগোজ দেখে ধারণা করা হচ্ছে, 'জাজবা'য় আইনজীবী চরিত্রে অভিনয় করছেন অ্যাশ। মুম্বাইয়ের জুহুতে প্রথম দিনের কাজ করার সময় ঐশ্বরিয়ার জন্য ছিল ১০ জন নিরাপত্তাকর্মী। প্রথম দৃশ্যে সাবেক এই বিশ্বসুন্দরীর অভিনয়ে মুগ্ধ হয়ে পুরো ইউনিট তাকে দাঁড়িয়ে অভিবাদন জানায়।
সর্বশেষ ২০১০ সালে সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় হৃতি্বক রোশনের সঙ্গে 'গুজারিশ' ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। এরপর থেকে তার প্রত্যাবর্তনের বিষয়টি প্রতিদিনই আলোচিত হয়েছে। মাঝে কন্যাসন্তানের জন্ম দেন। তার মেয়ে আরাধ্যর বয়স এখন তিন বছর।
এদিকে অভিষেক বচ্চনের জন্মদিন উদযাপনের জন্য বৃহস্পতিবার কাজ করেননি ঐশ্বরিয়া।