দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের ফেসবুক ফ্যানপেজ গতকাল সকালে ভেরিফাইড হয়েছে। আর এরই মধ্য দিয়ে আসিফের যত ভুয়া ফেসবুক ফ্যানপেজ বা আইডি আছে সব খুব অল্প সময়ের মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। আসিফও নানা ধরনের ঝামেলা এবং হয়রানি থেকে মুক্ত হবেন।
আসিফ বলেন, 'বিষয়টি সত্যিই বেশ ভালো লাগার। সবচেয়ে অবাক হয়েছি আমি, প্রতি সপ্তাহেই আমার ফেসবুক ফ্যানপেজে ১২ থেকে ২০ হাজার লাইক বাড়ছে। বিষয়টি সত্যিই আমি দারুণভাবে উপভোগ করছি। চার বছর আগে আমার এক ভক্ত আমার ফ্যানপেজটি সঠিকভাবে চালাত। গত বছর জুন থেকে এটি আমার নিয়ন্ত্রণেই চালিত হচ্ছে। আমার ভক্ত-শ্রোতা-দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের কারণেই আমার ফ্যানপেজটি ভেরিফাইড হয়েছে।