ক্ষুদে শিল্পী অন্বেষণের অনুষ্ঠান 'ক্ষুদে গানরাজ' শুরু হলো আবার। বর্তমানে চলছে রেজিস্ট্রেশন ও জেলাভিত্তিক প্রাথমিক বাছাই পর্বের কাজ। এবারের প্রতিযোগিতায় অডিশনে আনা হয়েছে ব্যাপকতা। প্রতিটি জেলা পর্যায়ে চ্যানেল আই প্রতিনিধি দ্বারা প্রাথমিক সম্মেলনের মাধ্যমে শিল্পীদের বাছাই করে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে পাঠানো হচ্ছে। উপস্থাপনায় এসেছে পরিবর্তন। এবার উপস্থাপনা করছেন নুসরাত ফারিয়া। প্রধান বিচারকের আসনে আছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা ও এস আই টুটুল।
মূল পর্বের প্রতি পর্বে অতিথি বিচারক থাকবেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, অভিনেতা এবং খেলোয়াড়রা।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে শুরু থেকে আনা হবে বৈচিত্র্য। মোট পর্ব সংখ্যা হবে ৪৪। প্রতিযেগিতার প্রথম পর্ব চ্যানেল আই-এর পর্দায় প্রচার হয়েছে গতকাল। পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। আগামী মঙ্গলবার থেকে প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার একই সময়ে প্রচার হবে অনুষ্ঠানটি। নির্মাতা জানান, বিগত সব অনুষ্ঠান থেকেও এবার আমরা আকর্ষণীয় করার চেষ্টা করছি।