বৃহস্পতিবার রাতে কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল বিয়ের পিঁড়িতে বসেছেন। শ্রেয়া ঘোষাল বলেন, 'পারিবারিক পছন্দেই বিয়ে করেছি। আপাতত শুধু পরিবারের সদস্য এবং খুব কাছের কিছু মানুষদের নিয়ে আমন্ত্রণ জানিয়েছি। শীঘ্রই বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।'
বৃহস্পতিবার রাতে কলকাতায় বাঙালি রীতি অনুযায়ী বিয়ে হয় তার। শ্রেয়ার বরের নাম শিলাদিত্য। পারিবারিকভাবেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শ্রেয়া ও শিলাদিত্যর পরিবার এবং কাছের বন্ধু-বান্ধবরাই কেবল বিয়েতে উপস্থিত ছিলেন। গানের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষাল ১৫ দিন ধরেই কলকাতায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তবে তার বিয়ের আয়োজন চলেছে কয়েক মাস ধরে। শ্রেয়া বলেন, 'সবাই দোয়া করবেন নতুন জীবনে শিলাদিত্য ও আমি যেন সুুখী হই।' মাত্র ছয় ঘণ্টা আগে শেয়ার করা শ্রেয়ার বিয়ের ছবিতে এরই মধ্যে প্রায় ছয় লাখ লাইক এবং ছবিটি শেয়ার হয়েছে প্রায় ১২ হাজার বার।