নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডের আসর বসছে। বাংলাদেশ এবং প্রবাসের সেরা অভিনেতা-অভিনেত্রী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, পার্শ্ব-অভিনেতা ও অভিনেত্রীদের পুরস্কার প্রদানে ১৪তম এই আসর বসবে ৫ এপ্রিল। বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি এবং ওইদিন থেকেই ভোটগ্রহণ শুরু হবে অনলাইনে। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে 'ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড'র আয়োজক 'শো টাইম মিউজিক অ্যান্ড প্লে'র সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার প্রেসিডেন্ট আলমগীর খান আলম। তিনি বলেন, অনুষ্ঠানের মধ্যমণি থাকবেন রুনা লায়লা।