কথা ছিল ফাল্গুনের প্রথমদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে শাহ আলম মণ্ডলের 'ভালোবাসা সীমাহীন' ছবিটি। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো আগুন ঝড়ানোর কথা ছিল পরীমণির। কিন্তু রবীন্দ্রনাথের ছোটগল্পের মতোই অবস্থা হল রবীন্দ্রপ্রেমী প্রেমিকার। অর্থাৎ শেষ হইয়াও হইল না শেষ।
১৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে। রাজনৈতিক অস্থিরতা ও অন্যান্য কারণে মুক্তি তারিখটি পেছানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছবিটির অভিনেতা জায়েদ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, "মনে হচ্ছে না আগামী সপ্তাহে ছবিটি বড় পর্দায় উঠবে। ইতোমধ্যে পরিচালকের সঙ্গেও কথা বলেছি। কারণ রাজনৈতিক অস্থিরতা ও বিশ্বকাপ উপলক্ষে অনেকেই সেই সময় হলমুখো হবেন না। শীঘ্রই মুক্তি পাবে এটা ঠিক তবে আগামী সপ্তাহে যে ছবিটি বড় পর্দায় উঠছে না সেটা হলফ করে বলতে পারি।"
অন্যদিকে অভিনেত্রী পরীমণি বলেন, "সব মিলিয়ে ছবিটির মুক্তির তারিখ পেছানো হতে পারে বলে জানতে পেরেছি। রাজনৈতিক অস্থিরতা ও বিশ্বকাপ তো রয়েছেই। এছাড়া বর্তমানে এএসসি পরীক্ষা চলছে। সুতরাং ফাগুনে আর আগুন ঝড়াতো পারছি না আমি।"
ছবিটির মুক্তি পেছানো হলে ভালো হবে বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। কারণ এই সময়ে কোনো ছবিই ব্যবসা সফল তো দূরের কথা হলে বুকিং উঠবে কিনা সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ সব অভিনেতা ও অভিনেত্রীদের শুভাকাঙ্ক্ষীরাও মনে করছেন ছবিটি পরবর্তীতে মুক্তি দেয়া হোক।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা