এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন রিয়াজ। বর্তমানে বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন তিনি। আর তার বিপরীতে অভিনয় করছেন টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রীরা। এবার তালিকায় যুক্ত হলো মেহজাবিনের নাম। রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন তিনি। 'শেষ পৃষ্ঠার গল্প' নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারা। এটি লিখেছেন রায়হান খান, পরিচালনা করেছেন হৃদয়।
নাটকটিতে রিয়াজকে অমিত এবং মেহজাবিনকে ইমু চরিত্রে দেখা যাবে। তাদের পরিচয় হয় ইতালিতে। এক সময় তারা দেশে ফেরে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটক প্রসঙ্গে মেহজাবিন বলেন, 'প্রথমবার রিয়াজ ভাইয়ের সঙ্গে অভিনয় করা হলো। কাজটি করে বেশ ভালো লেগেছে।'