ক্যাটরিনা কাইফের পর এবার আংটি বদলের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আংটি বদল স্রেফ গুজব বলে সম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রনবীর জানান।
নববর্ষের শুরুতে রণবীর-ক্যাটের বাগদান নিয়ে বলিউডে ব্যাপক গুঞ্জন ওঠে। শোনা যায়, লন্ডনে একটি গোপন অনুষ্ঠানে রণবীরের বাড়ির লোকের উপস্থিতিতে তারা নাকি আংটিও বদল করেছেন। কিন্তু সে গুজবে এবার জল ঢেলে দিলেন রণবীর নিজেই।
‘বরফি’ খ্যাত এ অভিনেতা বলেন, 'আংটি বদলের পর আমরা বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বলে খবর বেরিয়েছে। আসলে আমি ওই পর্যায় পর্যন্ত এখনো পৌঁছতেই পারিনি। তবে এরকম কিছু ঘটলে পাপারাজ্জিরা অবশ্যই জানতে পারবেন।
রণবীর আরো বলেন, 'আমি বিয়ে করতে চাই এবং অনেকগুলো সন্তান চাই। তবে এমনটা ঘটলে সবাই জানতে পারবেন।'
উল্লেখ্য, দিল্লিতে বর্তমানে ‘তামাশা’ নামে একটি নতুন মুভির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর। তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন।
বিডি-প্রতিদিন/ ৯ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ