শেষ হল ভারতের কলকাতা জি-বাংলা চ্যানেলের প্রতিযোগিতামূলক হাসির শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কাজু। রানারআপ হয়েছেন বাংলাদেশের ছেলে পরশ। এ ছাড়া তৃতীয় হয়েছেন যৌথভাবে ইমন-সন্দীপ জুটি ও অনিকেত।
রবিবার রাতে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এর গ্র্যান্ড ফিনালে প্রত্যেকে দুবার করে নিজেদের জোকস বলার পর বিচারকদের রায় ঘোষণা করেন অনুষ্ঠানের উপস্থাপক মীর।
চ্যাম্পিয়ন কাজু পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা, সঙ্গে একটি গাড়ি। 'ওই হুমুন্দির পো' বলে জনপ্রিয় হওয়া ঢাকার ছেলে পরশ রানার আপ হয়ে পেয়েছেন দুই লাখ টাকা। ইমন-সন্দীপ এবং অনিকেত যৌথভাবে পেয়েছেন এক লাখ টাকা। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রত্যেকে থাইল্যান্ড যাওয়ার সুযোগ পাচ্ছেন।
পশ্চিমবঙ্গের বাকুড়ার ছেলে কাজু। তার বাবার সঙ্গে কাজু নিজেদের হোটেলে কাজ করেন।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ