ঢাকাই ছবির নবাগত মুখ পুষ্পিতা পপি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত নির্মিতব্য ছবি মিশন কক্সবাজার ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।
পুষ্পিতার হাতে যে কটি ছবি রয়েছে তার সবগুলোই প্রায় ভাল মানের পরিচালকের। ফলে পুষ্পিতা পপিকে আলোকিত করতে এসব ছবি বেশ বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
ডমশন কক্সবাজার ছবিতে পুষ্পিতার জুটি হিসেবে থাকছেন হালের আলোচিত নায়ক আরেফিন শুভ।
এ প্রসঙ্গে পুষ্পিতা পপি বললেন, মনতাজুর রহমান আকবর স্যারের সাথে আগেও কাজ করেছি। এবার অ্যাকশনধর্মী ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আশা করছি দারুণ একটি ছবি হবে এটি। ছবিতে পুষ্পিতা ও শুভ ছাড়া আরও অভিনয় করবেন- অমিত হাসান, বড়দা মিঠু, মিজু আহম্মেদসহ অনেকে।
পুষ্পিতা বলেন, এক বুক স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে এসেছি। এই স্বপ্ন আমার পূরণ হবেই। ভাল ছবির শিল্পী হিসেবে আমি নিজের প্রতিষ্ঠা করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি।
উল্লেখ্য, পুষ্পিতা পপি অভিনীত মুক্তি প্রাপ্ত ছবির মধ্যে রয়েছে কখনও ভুলে যেওনা, আগে যদি জানতাম তুই হবি পর, তবুও ভালোবাসি। এছাড়াও তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা, তবুও প্রেম দামি ছবি দুটি মুক্তি প্রতীক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি ১৫/ সালাহ উদ্দীন