দর্শকপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা রুমানা রশীদ ঈশিতা প্রতিবছরই একটি নাটক অথবা টেলিফিল্ম নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় এ বছরের শুরুতেই ঈশিতা দর্শকের জন্য একটি নাটক নির্মাণ করছেন। নাটকের নাম 'ফিরে এসো প্রেম'। নাটকটি রচনা ও পরিচালনা করছেন ঈশিতা নিজেই। গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে ঈশিতা জানান, একেবারেই সময়োপযোগী একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। যেখানে একটা সময় এসে এক প্রেমিকযুগল আবার নতুনভাবে তাদের মতো করে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে। ঈশিতা বলেন, 'নাটকে যারা কাজ করছেন বিশেষ করে লাক্সতারকা, ইমামি ফেয়ার অ্যান্ড হ্যাসাম, ভিট তারকারা। বেশ ভালো অভিনয় করার চেষ্টা করেছে। তাদের মধ্যে অভিনয় শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। তারা যদি ধৈর্য ধরে কাজ করে যায় তাহলে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এ ছাড়া আজিজুল হাকিম ভাই এবং মুনিরা ইউসুফ মেমী আপার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। দু'জনেই অসাধারণ অভিনয় করছেন। আমি চেষ্টা করছি ভালোভাবে কাজটি শেষ করার। আমার পুরো ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ।' ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত 'ফিরে এসো প্রেম' নাটকটি আসছে ভালোবাসা দিবসের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।