লাভ গুরু এহতেশাম, যিনি বাংলাদেশের উপস্থাপনার জগতে নতুন রোল মডেল। গতানুগতিক উপস্থাপনার বাইরে যিনি কথার জাদুতে মুগ্ধ করে রাখছেন অগণিত দর্শক-শ্রোতাকে। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রেডিও আমার-এ লাভ গুরু হিসাবে কাজ করেছেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা এফএম এ এফএম গুরু হিসেবে এফ এম জগতের ব্যাপক জনপ্রিয় অনুষ্ঠান 'ভালবাসার বাংলাদেশ' এবং 'এফএম দোস্তি' নামে দুটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এ ছাড়াও তিনি টিভিতে উপস্থাপনা করে থাকেন। তার মধ্যে কিছু উনার প্রশংসিত কাজ হচ্ছে বাংলাদেশের বৃহৎ রিয়েলিটি শো 'হোম মেকার অব দি ইয়ার' এবং আর টিভি তে 'লাভ লাউঞ্জ' নামে একটি অনুষ্ঠান। বর্তমানে এটিএন বাংলায় প্রচারিত নাট্যযুদ্ধের ফাইনাল রাউন্ডে উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন, যা অচিরেই দর্শক-শ্রোতারা দেখতে পাবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সামরিক জাদুঘরে অনুষ্ঠিতব্য 'লাভ কার্নিভাল' নামক অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে তিনি থাকছেন। এ ছাড়াও ওই দিন রাতে ১০টা ৩০ মিনিটে ঢাকা এফএম এ ভালোবাসা দিবস উপলক্ষে এফএম দোস্তি নামে একটি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করবেন। বর্তমানে তিনি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন।